রাত পোহালেই লোকসভা নির্বাচন (Loksabha election) । এই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে দেশের সমস্ত রাজ্যে চষে ফেলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই মাসের পয়লা এবং দ্বিতীয় তারিখে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বিহার—তিন রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলার আরামবাগে (Arambagh) ৭ হাজার ২০০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে নানা প্রকল্পকে হাতিয়ার করে ভোট বৈতরণী পার করতে চাইছেন তিনি। নজরে এবার আরামবাগ লোকসভা কেন্দ্র, কিন্তু ঠিক কি কারণে এই কেন্দ্রকে বেছে নেওয়া হল।
আরামবাগ, কৃষ্ণনগর আসন দুটিকে টার্গেট করেছে বিজেপি। প্রকল্প দিয়ে প্রচার শুরু করা হচ্ছে। কৃষ্ণনগর আসনটি মহুয়া মৈত্র জিতেছিলেন। আরামবাগ লোকসভা কেন্দ্র জেতেন অপরূপা পোদ্দার। অপরূপা পোদ্দার এখন কেন্দ্রীয় এজেন্সির নিশানা। নারদ কাণ্ডে তার নাম আছে। তবে নাম শুভেন্দু অধিকারীরও আছে। আরামবাগে এসে রেল, বন্দর, তেলের পাইপলাইন, গ্যাস সরবরাহ এবং জল পরিশোধনের প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, অপরূপা পোদ্দার আরামবাগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতেছিলেন মাত্র ১১৪২ ভোটে। নির্বাচন কমিশনের হিসেবে, গোটা রাজ্যে সর্বনিম্ন ব্যবধানে জয় এই আরামবাগ লোকসভা কেন্দ্র। তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন ৬ লক্ষ ৪৯ হাজার ৯২৯টি ভোট (৪৪.১৫%)। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তপন রায়ের প্রাপ্ত ভোট ৬ লক্ষ ৪৮ হাজার ৭৮৭ (৪৪.০৮%)। তাই এবার টার্গেট করা হয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রকে।