ডাইনোসরের (Dinosaur) নাম শুনলেই মনে পড়ে জুরাসিক পার্ক (Jurassic Park)। প্রায় ৯ কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসর দাপিয়ে বেড়াত। অস্ট্রেলিয়া, নিউ ইয়র্ক, কুইনসল্যান্ডের বেশ কিছু জঙ্গল থেকে ডাইনোসরের হাড়গোড় পাওয়া অস্বাভাবিক নয় কারণ সেই খবর কিছুদিন আগেই প্রকাশ্যে আসে। কিন্তু এবার বাংলার পুরুলিয়ার ‘অস্থি’ পাহাড়ে ডাইনোসরের প্রচুর হাড়গোড় পাওয়া গেছে। এই নিয়ে এলাকা জুড়ে উত্তেজনা তুঙ্গে।
প্রত্নতাত্ত্বিকেরা বিদেশের মাটিতেই ডাইনোসরের অস্থি, জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন। এবার বাংলার বুকে অ্যাডভেঞ্চারের আবহ তৈরি হয়েছে পুরুলিয়া জুড়ে। অস্থি পাহাড়ে আগে বিভিন্ন প্রাণী, বিলুপ্তপ্রায় জীবের অস্থি পাওয়া গিয়েছিল। তাই এর নাম হয়েছে ‘অস্থি পাহাড়’। ২০০ ফুট উঁচু এই পাহাড়ে বিশালাকার ডাইনোসরের লেজের জীবাশ্ম পাওয়া গেছে বলে জানিয়েছে আনন্দমার্গ প্রচারক সংঘ। আপাতত ডাইনোসরের ‘অস্থি’,লেজটা কলকাতায় আনা হচ্ছে।