লখিমপুর খেরিতে ফের বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র, ক্ষোভ কৃষকদের

লোকসভা ভোট (Loksabha Vote) ২০২৪-এর জন্য বিজেপি ১৯৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কাল । এই তালিকায় কিছু হেভিওয়েটের নাম ছাঁটাই করা হয়েছে। অন্যদিকে কিছু নেতাকে তাঁদের পুরনো কেন্দ্র থেকেই টিকিট দেওয়া হয়েছে। সাধ্বী প্রজ্ঞা, রমেশ বিধুরিদের মতো বিতর্কিত নেতা নেত্রীরা যেমন বিজেপির ১৯৫ জনের প্রার্থী তালিকায় জায়গা পাননি, তেমনই আবার লখিমপুর খিরি থেকে টিকিট পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনি।

অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে ২০২১ সালে লখিমপুর খিরিতেই ৪ কৃষক সহ মোট ৮ জনকে গাড়ির ধাক্কায় পিষে হত্যার অভিযোগ করা ছিল। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। অনেক জলঘোলার পর শর্ত সাপেক্ষে জামিন পান আশিস। এবার সেই অজয় মিশ্র প্রার্থী হতেই সরব হয়েছেন কৃষকরা।

কৃষক নেতারা বলছেন, লখিমপুর খেরিতে অজয় মিশ্রকে প্রার্থী করে বিজেপি সকলের সামনেই প্রমান করে দিল যে তারা কৃষকদের দাবির বিষয়ে একেবারেই চিন্তিত না। কৃষক নেতা সরবন সিং পান্ধের এই মর্মে বলছেন, অজয় মিশ্রকে গ্রেফতার করা নিয়ে তাঁরা জোরালো দাবি তুলেছিলেন, তবে বিজেপি যে পাত্তা দেয়নি, সেটা লখিমপুর থেকে অজয় মিশ্রকে টিকিট দিয়েই দল বুঝিয়ে দিয়েছে। পান্ধের মনে করছেন, লখিমপুর খেরি থেকে অজয় মিশ্রকে প্রার্থী করে বিজেপিকে গোটা দেশের কৃষকদের রোষের মুখে পড়তে হবে। কৃষক নেতা পান্ধের স্পষ্ট করেই জানান, আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে বিজেপি। তিনজন কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছিলেন যে কৃষকদের ইস্যু গুলিতে নজর দিচ্ছে কেন্দ্র। কিন্তু উল্টে বিজেপির হয়ে টিকিট পেয়ে গেল অজয়।

প্রসঙ্গত, মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস ৪ কৃষক সহ ৮ জনকে চাপা দিয়ে হত্যা করেন বলে অভিযোগ। আশিসকে গ্রেফতার করার পর এলাহাবাদ হাইকোর্টে জামিন দেওয়া হয়। পরে সুপ্রিম কোর্ট সেই জামিন খারিজ করে। এরপর ৩রা অক্টোবরে শর্তসাপেক্ষে জামিন পান আশিস।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author