প্রার্থীপদ ঘোষণার পর তমলুক লোকসভা কেন্দ্রে গেলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন তিনি। আজ নন্দীগ্রামের বয়ালের বিজেপি নেতা পবিত্র করের বাড়িতে ছিল সংকীর্তন। দলীয় কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন অভিজিৎবাবু।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, ‘যে ভাবে দলীয় কর্মীরা আমাকে স্বাগত জানিয়েছেন তাতে আমি আপ্লুত। তমলুকে প্রথম স্বাধীনতাকামী মানুষ ব্রিটিশকে হারিয়ে স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেছিল। সেই তমলুক তৃণমূল দুর্নীতি মেনে নেবে না। মা বোনেদের ওপর যে নির্যাতন হয়েছে তা মেনে নেবে না।’
প্রসঙ্গত, চাকরিজীবনের মেয়াদ ফুরানোর ৫ মাস আগেই বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির এরাজ্যের দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশিত হলে দেখা গেল শুভেন্দু অধিকারীর খাসতালুক তমলুক থেকেই তাঁকে প্রার্থী করা হয়েছে।