‘আমিও টার্গেট, অভিষেকেও টার্গেট’ তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhiakri) বার্তার পাল্টা নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বালুরঘাটে (Balurghat) সভা করছেন মুখ্যমন্ত্রী। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বললেন, ‘বোমা-টোমা ফাটানোর কথা বলছে, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এত্ত ডেঞ্জারাস এরা। মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা ভাবি না। আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি।’

প্রসঙ্গত, গতকাল মালদার রতুয়ায় এক সভা করছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘আপনারা দেখবেন, আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কূল কিনারা পাবে না।’ তবে কি এমন রাজনৈতিক বিস্ফোরণ ঘটতে চলছে, যাতে তৃণমূলে ‘বেসামাল’ হয়ে যাবে, সেটা স্পষ্ট করেননি তিনি। বালুরঘাটের সভা থেকে তৃণমূল সুপ্রিমো প্রশ্ন করলেন, ‘ বোমাটা কি মেরে ফেলার বোম? সাহস থাকলে আজই বলো। লুকিয়ে ছুপিয়ে কেন? নাটকটা তৈরি করতে আর একটু সময় লাগছে নাকি?’ এরপরই বিজেপি শিবিরকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। বললেন, ‘আমাদের কাছেও তথ্য আছে। তোমরা বাইরে থেকে কোন কোন দুরাত্মাদের এখানে পাঠিয়েছো, বাংলার বদনাম করার জন্য। আমরাও কিন্তু বুঝে নেব।’

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author