আদালতের নির্দেশের পরই চাকরিহারা যোগ্য প্রার্থীদের পাশে থাকার বার্তা দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এদিন স্পষ্ট করেই জানিয়ে দিলেন, যোগ্যদের পাশে থেকে কাঁধে কাঁধ দিয়ে আইনি লড়াই চালাবে দল। কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে। রায়ে সুপারনিউম্যারিক পোস্ট তৈরি করার জন্য সিবিআই তদন্তেরও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
অভিষেক এদিন বলেন,’মেধাযুক্ত যে যোগ্যরা চাকরি পেয়েছেন, কেউ চিন্তা করবেন না আমাদের সরকার, আমাদের দল আপনাদের পাশে থেকে কোমর বেঁধে, কাঁধে কাঁধ রেখে লড়াই করবে। কারও চাকরি যেতে দেব না। তার জন্য যা আইনি লড়াই, আমরা চালাব।’ মুখ্যমন্ত্রী যদিও আগেই জানান ‘আমরা আপনাদের পাশে রয়েছি। যতদূর লড়াই করার লড়াই করব।’
নিয়োগ মামলা নিয়ে বাম-বিজেপিকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, ‘সিপিএমের বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে। সিপিএমের দোসর হল বিজেপি। একদিকে মমতার সরকার চাকরি দিচ্ছে, অন্যদিকে সিপিএম-বিজেপি চাকরি খাচ্ছে।’