ac তে বিপদ :
এই গরমে ac তো ব্যবহার করছেন কিন্তু জানেন কয়েকটা মুহূর্তের ব্যাবধানেই ac হয়ে উঠতে পারে আপনার বিপদের কারণ। আজ্ঞে হ্যাঁ ঠিকই শুনছেন। এই গরমে সকলেই নাজেহাল কাজেই যাদের বাড়িতে ac রয়েছে তারা প্রায় সকলেই দিনে এবং রাতে ac চালিয়ে রেখেছেন। কিন্তু ঘন্টার পর ঘন্টা ac চলছে এরফলে বিপদ ঘটতে পারে মুহূর্তে। কিন্তু কেন হয় এই বিস্ফোরণ??
আসুন জেনে নিই।
আমরা ac চালালে সাধারণতো ঘরের জানলা দরজা বন্ধ রাখি কিন্তু যদি যদি দরজা কিংবা জানলা অনবরত খোলা কিংবা বন্ধ হয় ফলে ac র কম্প্রসারএর উপর চাপ পড়তে পারে।
প্রয়োজন ছাড়া দিনের বেলায় ২০ ডিগ্রির নিচে ac ই তাপমাত্রা না নামানোই ভালো। বেশিরভাগ বাড়িতেই দেখা যায় ac চালালেও তা এয়ার টাইট হয় না যারফলে ac তাপমাত্রা তে ইনপুট দেওয়া সত্ত্বেও কাঙ্খিত তাপমাত্রায় পৌঁছাতে পারে না রুমটি। বিয়ারিং এর অনবরত ঘোরার ফলে ধাতব তারের ঘর্ষণে সৃষ্টি হয় সফুলিঙ্গ এর থেকেই হয় বিস্ফোরণ।
বিশেষজ্ঞ দের মতে অনেকেই ঘরের প্রয়োজন অনুযায়ী কম টনের ac ব্যবহার করেন। ঘরের আয়তন যদি ১২০ -১৩০ ফুট হয় তাহলেদেড় টন ac প্রয়োজন। ১৫০ ফুটের বেশি হলে ২ টনের ac প্রয়োজন। শুধুমাত্র ব্র্যান্ড ac কেনাই উপযুক্ত। নিয়ম মেনে ac সার্ভিসিং করানো দরকার। অনেক সময় ac এর গ্যাস লিক হলে তা চেক করানো উচিত। নতুন ac লাগানোর সময় চেক করা উচিত ঠিকমতো তার ভ্যাকুম করা হয়েছে কিনা। নিয়ম করে ac এর আউটডোর ইন্ডোর ইউনিট চেক করানো উচিত। দিনে দুই বা তিন বার চালালে অন্তত আধ ঘন্টা ac বন্ধ রাখা উচিত। সতর্কতার বিকল্প নেই অবশ্যই চোখ কান খোলা রাখুন। সবশেষে একটাই কথা এই পৃথিবীতে গাছের বিকল্প কিছুই নেই।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.
You May Also Like
“মানবিক” স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষক দিবস উদযাপন
September 6, 2024
বইয়ের পাতায় আকবর এর অধ্যায় বদল হলো রাজস্থানে।
September 6, 2024
More From Author
“মানবিক” স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষক দিবস উদযাপন
September 6, 2024
বইয়ের পাতায় আকবর এর অধ্যায় বদল হলো রাজস্থানে।
September 6, 2024