হিন্দুস্থান কপার লিমিটেডের (HLC) কোলিহান খনিতে লিফট ছিঁড়ে খনিতে আটকে গেল ১৪ জন। কলকাতা (Kolkata) থেকে আসা ইন্সপেকশন টিমের সদস্যরাও রয়েছেন। মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় এই বিপর্যয় ঘটে। সূত্রের খবর রাত থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
রাজস্থানের ঝুনুঝুনু জেলায় কোলিহান খনির ৫৭৭ মিটারে আটকে রয়েছেন ১৪ জন। হিন্দুস্তান কপার লিমিটেডের পর্যবেক্ষণের জন্য মঙ্গলবার কলকাতা থেকে একটি টিম গিয়েছিল। রাতে তারা খনিতে নামতেই হঠাৎ লিফট ছিঁড়ে যায়। ওই সময়ে লিফটে খনির কয়েকজন কর্মী, কলকাতা থেকে আসা ভিজিল্যান্স টিমের সদস্যরা ও খেত্রী কপার কর্পোরেশনের কয়েকজন ঊর্ধ্বতন কর্তা ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ৪টি থানার পুলিশ, উদ্ধারকারী দল এসে পৌঁছয়। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্সও প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালগুলিতে চিকিৎসকদের জরুরি পরিস্থিতির জন্যও প্রস্তুত করা হয়েছে।