কর্ণাটকের (Karnataka) পিইউ কলেজের দ্বাদশ ক্লাসের ৩ ছাত্রীর ওপর অ্যাসিড হামলার (Acid attack) ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ২৩ বছরের এক যুবক ওই ৩ তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা করে। ১ জনকে গ্রেফতার করা হয়েছে। কর্ণাটকের দক্ষিণ কাদাবা জেলায় সরকারি পিইউ কলেজে এই ঘটনা ঘটেছে। ঘটনায় অভিযুক্তের নাম আবিন। জানা গিয়েছে, আবিন কেরলের বাসিন্দা। নিজের পরিচিতি লুকোতে হামলার সময় অভিযুক্ত আবিন একটি টুপি আর মাস্ক পরেছিল।
পুলিশ সূত্রের খবর, আবিনের লক্ষ্য ছিল কর্ণাটকের পিউফ কলেজের এক ছাত্রী। ছাত্রীটিও কেরলের বাসিন্দা। ওই ছাত্রীকে টার্গেট করেই অ্যাসিড হামলা করে আবিন। তবে ওই ছাত্রীর পাশে থাকা তাঁর দুই বান্ধবীও এই হামলার জেরে অসুস্থ হয়ে পরে। আপাতত তারা চিকিৎসারত। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রাস্তায় জনতা অভিযুক্তকে ধরে ফেলে। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। দেশে অ্যাসিড হামলা নিয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, সম্ভবত প্রণয়ঘটিত কারণে ওই তরুণীর ওপর অ্যাসিড হামলা করা হয়েছে। প্রেমে ধাক্কা খেয়েই এই পদক্ষেপ সে নিয়েছে বলে খবর।