কংগ্রেস নেতা অধীর চৌধুরীর (Adhir Choudhury) ভোটের ফল নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু দেখা গেল অধীর গঢ়ে ৭০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন ইউসুফ পাঠান। ২৫ বছর পর কেন্দ্র হাতছাড়া হয়েছে অধীরের। সেই হার নিয়ে অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, ভোট নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই। তবে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির মাঝে পড়ে গিয়েছেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন বলেন, ‘ভোট ঠিকঠাক হয়েছিল। আমাদেরও চেষ্টার কোনও ত্রুটি ঠিল না। কিন্তু এবার মানুষ মনে করেছে হারানো দরকার। তাই হারিয়েছে। কোনও অভিযোগ নেই আমার।’ জয়ী প্রার্থী ইউসুফকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘নতুন সাংসদ যাতে এখানে ভালভাবে কাজ করতে পারে, সেই পথ সুগম করে দেব। কোনও অজুহাত আমি দেব না।’ অধীর আরও বলেন, ‘একদিকে হিন্দু ভোটের বিভাজন, আর অন্যদিকে মুসলিম ভোট। এর মাঝে আমরা পড়ে গিয়েছি। বলতে পারেন স্যান্ডুইচ হয়ে গিয়েছি। উদার ও ধর্ম নিরপেক্ষ শক্তির জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে পড়ছে।’
এক্সিট পোল নিয়েও মুখ খুলেছেন অধীর চৌধুরী। তিনি বলেন, ‘এক্সিট পোল যে মিথ্যা তা আগেই বলে দিয়েছিল কংগ্রেস। সেটা সত্যি প্রমাণিত হয়েছে।’