পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ (Murshidabad) জেলার প্রায় ২০ জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে ওড়িশায় মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই তাঁদের রাজ্যে ফেরানো হয়েছে। সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) বিধি জারির এক সপ্তাহ পর ১৯ মার্চ ওড়িশার ভদ্রকে মুর্শিদাবাদ থেকে আসা প্রায় ২০ জন পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়। বৃহস্পতিবার বহরমপুরের তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম এই মর্মে জানান ‘শ্রমিকদের বেঁধে বেঁধে বাংলাদেশি পরিচয় দিয়ে মারধর করা হয়েছে। শ্রমিকরা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের এবং বাংলায় কথা বলেন। তাদের মধ্যে কেউ কেউ ১৯৯৯ সাল থেকে প্রতিবেশী রাজ্যে কাজ করছেন। এদের মধ্যে কয়েকজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভিডিও বার্তা পাঠিয়ে তাদের উদ্ধারের আবেদন জানান। খুব দ্রুত ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী। ওড়িশা সরকারকে খবর দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্থদের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়।’
এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে চিঠি লিখে ঘটনার তদন্তের কথা জানান। প্রসঙ্গত, জানা গিয়েছে এই আক্রান্তদের ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করা হয়। হামলাকারী সম্পর্কে যদিও তারা নিশ্চিত নন। তারা বাংলাদেশি বলে তাদের আধার কার্ড ভুয়ো এমন অভিযোগ করা হয় আক্রমণকারীদের তরফে।