আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন অমিত শাহ

ভোট এলেই কেন্দ্রীয় মন্ত্রীদের যাতায়াত শুরু হয় বঙ্গে। প্রধানমন্ত্রীর পর এবার বাংলার ভোট প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগামী সপ্তাহেই শাহ আসছেন রাজ্যে। সূত্রের খবর, আগামী ১০ তারিখ উত্তরবঙ্গ দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন শাহ। বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সেখানে সভা করবেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদারের হাত ধরেই বালুরঘাট আসনটি পায় বিজেপি। আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের তিনটি আসন— কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোটগ্রহণ। তার আগে শাহের বঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল রাজ্যের তিনটি আসন—দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট আছে। সুকান্ত মজুমদার এই মর্মে জানান, আগামী ১০ এপ্রিল অমিত শাহ আসছেন দক্ষিণ দিনাজপুরে। অমিত শাহের সভা বুনিয়াদপুরে রেলস্টেশনের মাঠে হওয়ার কথা। শিলিগুড়ি, কোচবিহারে সভা করে উত্তরবঙ্গের তিন কেন্দ্রের দলীয় প্রার্থী জয়ন্তকুমার রায়, নিশীথ প্রামাণিক এবং মনোজ টিগ্গার হয়ে প্রচার করেছেন প্রধানমন্ত্রী। আগামী বুধবার বালুরঘাট থেকে বাংলার ভোটপ্রচার শুরু করবেন অমিত শাহ।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author