রামকৃষ্ণ মিশনের (Ramkrishna Mission) জমি দখলের চেষ্টায় ধৃত কেজি এফ গ্যাং এর এক সদস্য। জানা গিয়েছে, ধৃতের নাম গনেশ সিং। ধৃত শিলিগুড়ির প্রধান নগরের বাসিন্দা। বাড়ি ভাড়া করে থাকত সে। সে রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনার পর থেকে একেবারে ফেরার ছিল। অন্যরা গ্রেপ্তার হলেও তাকে কিছুতেই চেষ্টা করেও পায়নি পুলিশ।
ধৃত গনেশ সিংএর বিরুদ্ধে আরো বেশ কয়েকটি অপরাধমুলক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগ আছে। তার বাড়ি বিহারের ছাপড়াতে। সে এর আগে বিভিন্ন নেশাজাতমাদকজাত দ্রব্যের ব্যাবসা করত। জমি দখলের ঘটনার পরের দিনই পালিয়ে যায় সে। তাকে হন্যে হয়ে খুঁজেছে পুলিশ। গতকাল সে আবার প্রধান নগরের ভাড়া বাড়িতে ফিরে আসে। খবর পেয়ে সাদা পোশাক পুলিশ আজ সকাল থেকেই তাকে ধরতে তৈরী ছিল। আজ সে বাড়ির থেকে বের হতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।