লোকসভা ভোটের আগে পদত্যাগ করলেন অরুন গোয়েল

শনিবার নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করলেন অরুণ গোয়েল (Arun Goyel)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদত্যাগপত্র গ্রহণ করেন। আপাতত নির্বাচন কমিশনারের দু’টি পদ ফাঁকা। শুধুমাত্র মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার আছেন কমিশনের ফুল বেঞ্চে। গত ফেব্রুয়ারিতে অপর নির্বাচন কমিশনার অনুপ পাণ্ডে অবসর নিয়েছিলেন। অরুণ গোয়েল পঞ্জাব ক্যাডারের ১৯৮৫ ব্যাচের আইএএস আধিকারিক। ২০২২ সালের ১৯ নভেম্বর তাঁকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হয়। দু’দিন পরে ২১ নভেম্বর তিনি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই পদে আরও তিনবছর মেয়াদ ছিল তাঁর। তবে এর বহু আগেই পদত্যাগ করলেন তিনি। স্বাভাবিকভাবেই এই নিয়ে জল্পনা তুঙ্গে।

অরুণের জন্ম ১৯৬২ সালের ৭ ডিসেম্বর। পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কের বিষয়ে স্নাতোকত্তর ডিগ্রি পান তিনি। এরপরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়নমূলক অর্থনীতি বিষয়ে স্নাতোকত্তর ডিগ্রি লাভ করেন। পরে হারভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি। অরুণ গোয়েলের নিয়োগ নিয়ে বিতর্ক অনেক হয়েছে। তড়িঘড়ি তাঁকে নিয়োগ করেছিল বলে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার। ২০২২ সালের ১৮ নভেম্বর আইএএস হিসেবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছিলেন অরুণ গোয়েল। তার একদিন পরেই কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনার হিসেবে তাঁর নাম ঘোষণা করেছিল। যদিও গোয়েলের নিয়োগ বাতিলের মামলায় পক্ষে রায় দেয়নি শীর্ষ আদালত।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author