ব্রিটিশ রাজপরিবার উদ্বেগের ছায়া। ব্রিটিশ (British) রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত। কিছুদিন আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হয়। এরপর তাঁরই পুত্রবধূ কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। সদ্যই তিনি জানুয়ারি মাসে একটি সার্জারি করিয়েছিলেন। তারপর কিছু টেস্টের রিপোর্টে জানা গিয়েছে ৪২ বছর বয়সী প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত। কেট এই মর্মে জানিয়েছেন, ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসার পর তাঁর কেমেথোরাপি চলছে। গত জানুয়ারি মাসে তাঁর পেটে একটি সার্জারি হওয়ার পর তাঁর কিছু টেস্ট হয়। টেস্টের রিপোর্ট এসেছে, তার মাধ্যমেই জানা গিয়েছে,তিনি আক্রান্ত হয়েছেন ক্যানসারে। জানুয়ারি মাসে ২ সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
একটি ভিডিয়োতে তিনি নিজে সত্যটি জানান। কেট বলছেন, ‘আমার মেডিকেল টিম পরামর্শ দিয়েছে যে আমাকে প্রতিরোধমূলক কেমোথেরাপির একটি কোর্স করা উচিত এবং আমি এখন সেই চিকিত্সার প্রাথমিক পর্যায়ে আছি।’ ব্রিটিশ রাজবধূকে গোটা বিশ্ব চেনে। সোশ্যাল মিডিয়া ভিডিয়োর মাধ্যমে বিশ্বের সামনে তাঁর শারীরিক পরিস্থিতির কথা তিনি জানান। তিন সন্তানের মা ও প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেটের শারীরিক পরিস্থিতি বেশ কিছুটা উদ্বেগের এই মুহূর্তে ব্রিটিশ রাজ পরিবারের জন্য।