ফল প্রকাশের আগেই জেলায় জেলায় বিভিন্ন দলীয় প্রতীকের আদলে সন্দেশ বিক্রি

রাত পোহালেই গণনা (counting)। লোকসভা নির্বাচনের (Loksabha election) ফাইনাল ল্যাপ। শেষ পর্যন্ত জয়মাল্য কার গলায় উঠবে বিভিন্ন জেলা জুড়ে চলছে জোর চর্চা। কিন্তু এই আনন্দ ভাগ করতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকের আদলে সন্দেশ তৈরী শুরু হয়ে গিয়েছে। বাঁকুড়ার এক মিষ্টি ব্যবসায়ী জানান ইতিমধ্যেই প্রচুর পরিমান মিষ্টি বিক্রি হয়ে গিয়েছে।

অনেক রাজনৈতিক দল আগাম বুকিং করেছেন প্রতীকী সন্দেশ। দলীয় প্রতীক আঁকা সন্দেশ খেয়ে এখনই মিষ্টিমুখ করছেন রাজনৈতিক কর্মী থেকে নেতা নেত্রী সহ সাধারণ মানুষ সকলেই। বাংলায় সবকিছুই রাজনীতি কেন্দ্রীক। দেশ জুড়ে যখন আড়াই মাস ধরে চলছে ভোটযুদ্ধ। তবে মিষ্টি কি করে এই এই আনন্দের ভাগ না হয়ে পারে? আগামীকাল কার জন্য সন্দেশ অর্থাৎ ভালো খবর অপেক্ষা করছে সেটার অপেক্ষা না করেই দেদার বিকোচ্ছে প্রতীকী মিষ্টি। মিষ্টির দোকান জুড়ে রয়েছে লাল, গেরুয়া, সবুজ এমনকি তিন রঙা সন্দেশের গায়ে আঁকা তৃণমূল,বিজেপি, সিপিএম দলীয় প্রতীক।

শুধু রাজনৈতিক দলের কর্মীরাই এই সন্দেশ কিনছেন তা নয় ভোটের আবহে আপাদমস্তক রাজনৈতিক চর্চায় ব্যস্ত সাধারণ মানুষও মুখে বিভিন্ন দলীয় প্রতীক আঁকা সন্দেশ কিনছেন। সত্যি তো, এমন সন্দেশ সারা বছর তো পাওয়া যায় না। তাই এমন সন্দেশ ভোটের বাজারে বাড়তি পাওনা বটেই।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author