দীর্ঘ আড়াই মাস ধরে চলল ভোট (Loksabha election) পর্ব। এবার চলছে সমীক্ষক সংস্থাগুলির এক্সিট পোল (Exit poll) । যাবতীয় এক্সিট পোলের রায়ে দেখা যাচ্ছে উঠেছে মোদিঝড়। এর ফলেই গর্জে উঠেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। তাদের দাবি এক্সিট পোল সম্পূর্ণ মিথ্যা। বিরোধীদের (opposition) মনোবল ভাঙতেই সাজানো হয়েছে এই অঙ্ক। সবটাই ওদের কথামতো করেছে একশ্রেণির সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা।
যদিও এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই চিত্রনাট্য আগে থেকেই তৈরি করা ছিল। এরপর দেখবেন সোমবার শেয়ারবাজার চাঙ্গা হবে। কিন্তু দলের কর্মীদের এসব এক্সিট পোলে গুরুত্ব দেওয়া উচিত নয়। বরং স্ট্রং রুমে আরও কড়া পাহারা দিতে হবে। গণনাতেও সবদিক ঠিকমতো নজর রাখতে হবে। ভাঁওতাবাজরা জব্দ হবেই। শনিবার দুপুরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কংগ্রেস।
দলের মুখপাত্র জয়রাম রমেশের বলেন, এদিন অন্তত ১৫০ জন জেলাশাসককে ফোন করেছেন শাহ। তাঁদের রীতিমত ভয় দেখানো হচ্ছে। বুথফেরত সমীক্ষা ইস্যুতে তিনি বলেন ৪ জুন যাঁর গদিচ্যুত হওয়া একরকম নিশ্চিত, তিনি এই এক্সিট পোল ম্যানেজ করেছেন।