যেকোন রেস্তোরায় খাওয়ার পর আমরা স্কোলেই মাউথ ফ্রেশনার (Mouth freshner) ব্যবহার করি। এবার সেই থেকেই শুরু হল বিপত্তি। মাউথ ফ্রেশনার মুখে দিতেই মুখ থেকে উঠে এল রক্ত। কয়েকজন বমি শুরু করলেন। গুরুগ্রামের একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটেছে। সেই ঘটনায় পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এফআইআর রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ সূত্রে খবর, যে ওই মাউথ ফ্রেশনার বা মুখশুদ্ধির মধ্যে ‘ড্রাই আইস’ (কার্বন-ডাই-অক্সাইডের রূপ) মেশানো ছিল। তার ফলেই অসুস্থ হয়ে পড়েন পাঁচজন। যদিও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রেস্তোরাঁর কর্মচারীরা ঘটার পরেই পালিয়ে গিয়েছেন।
গ্রেটার নয়ডার বাসিন্দা অঙ্কিত জানান, শনিবার স্ত্রী ও চার বন্ধুর সঙ্গে গুরুগ্রামের সেক্টর ৯০-র একটি রেস্তোরাঁয় খেতে যান। সেখানে নৈশভোশ করেন। তারপর তাঁদের জন্য মাউথ ফ্রেশনার নিয়ে আসেন একজন ওয়েটার। প্রত্যেকেই মাউথ ফ্রেশনার খান। খেয়েই একটা অস্বস্তি শুরু হয়। অসুস্থ হয়ে পড়েন সকলেই। তারপর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অঙ্কিত বলেছেন যে ‘আমি একজন চিকিৎসককে ওই মাউথ ফ্রেশনারের প্যাকেট দেখিয়েছি। উনি বলেছেন যে এটা আদতে ড্রাই আইস। চিকিৎসক জানিয়েছেন যে এটা একধরনের অ্যাসিড। যেটার কারণে মৃত্যুও হতে পারে।’