শুরু হয়ে গিয়েছে আগামী লোকসভা নির্বাচনের (Loksabha election) প্রচার। পূর্ব বর্ধমানের কাটোয়ায় প্রচারে গিয়ে কলকাতার যুবকের মৃত্যু প্রসঙ্গ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঞ্চ থেকে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন। এদিন কাটোয়ার সভা থেকে বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার এবং বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচার করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড।
শুক্রবার কাটোয়া স্টেডিয়ামে নির্বাচনী সভায় তিনি বলেন, ‘সিএএ আইন পাশ হল ২০১৯ সালে। আর তা লাগু হতে পাঁচ বছর সময় লেগে গেল? এটা জুমলা ছাড়া কী? সিএএ নোটিফিকেশন আরও একটা জুমলা। আমি কেন বলছি এটা জুমলা। নোটিফিকেশনের চল্লিশের মধ্যে ৩৮ পাতা ফর্ম। কোথায় যাবেন, কার কাছে ফর্ম জমা দেবেন, তা বলা নেই। সিএএ-এর জন্য অসমে ১২ লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছেন। ৯৮ নম্বর ওয়ার্ডের ৩৩ বছরে তরতাজা যুবকের প্রাণ গিয়েছে। কাগজ খুঁজে পাচ্ছে না বলে আত্মহত্যা করেছেন। আপনাকে পাসপোর্ট দেখিয়ে প্রমাণ করতে হবে। বাংলাদেশ, পাকিস্তান নাকি আফগানিস্তানের পাসপোর্ট আছে তা দেখাতে হবে। এটা জুমলা। আমি বলব জুমলার ফাঁদে পা দেবেন না।’
এদিনও তিনি কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গে বলেন,’প্রধানমন্ত্রী বাংলায় এসে অসত্য কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন, বাংলাকে আবাস যোজনা, ১০০ দিন এবং রাস্তার টাকা নাকি কেন্দ্র দিয়েছে। আমি পাল্টা চ্যালেঞ্জ করে বলেছি, ২০২১ সালে হারার পর থেকে কেন্দ্রীয় সরকার এই তিন প্রকল্পে বাংলায় এক পয়সা দেয়নি। আমি বলেছিলাম, আসুন, বিতর্কে বসুন। কিন্তু ২০০ ঘণ্টা কাটতে চলল, বিজেপির কারও সাহস হল না আমার মুখোমুখি বসার। কারণ বিজেপিও জানে প্রধানমন্ত্রী অসত্য বলেছেন।’