গত মাসে বলিউড অভিনেতা সলমন খানের (Salman Khan) বাড়িতে গুলি চালানোর ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বই প্রশাসন। গ্যাংস্টার রোহিত গোদারার (Rohit Godara) বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। এবার ক্রাইম ব্রাঞ্চ এই মামলায় গ্যাংস্টার গোদারাকেও অভিযুক্ত করেছে। ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সলমন খানের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বাইরে গুলি চালানোর ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়। সংযোগ পাওয়া যায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের।
পুলিশের তরফে জানানো হয়েছে ‘মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এখনও পর্যন্ত সলমন খানের উপর গুলি চালানোর মামলায় ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং চার অভিযুক্ত পলাতক রয়েছে এবং তল্লাশি চলছে’। ষষ্ঠ অভিযুক্ত, হরপাল সিং-কে (৩৭) সোমবার সন্ধ্যায় হরিয়ানার ফতেহাবাদ থেকে গ্রেফতার করা হয়। তাকে মুম্বাইয়ের MCOCA (মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট) আদালতে পেশ করা হবে বলে খবর। আরেকজন অভিযুক্ত মহম্মদ রফিক চৌধুরীকে জিজ্ঞাসাবাদের সময় হরপাল সিংয়ের ব্যাপারে তথ্য প্রকাশ্যে আসে। সলমনের বাড়ির আশেপাশে রেইকি চালনোর জন্য সে-ই চৌধুরীকে টাকা দিয়েছিল।