দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট (Loksabha Vote)। লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু মোদী সরকারের বিজেপি (BJP) প্রকাশ্যে আনল তাদের প্রথম দফার প্রার্থী তালিকা। পূর্ব দিল্লি থেকে বিজেপির সাংসদ গৌতম গম্ভীর এবার রাজনীতি থেকে দূরে গিয়ে খেলার ময়দানে নামতে চেয়ে বিজেপির কাছে আর্জি জানিয়েছেন। বিজেপির সাংসদ জয়ন্ত সিনহাও ভোটের দায়িত্ব থেকে বিরতি চেয়ে বিজেপির হাইকমান্ডের কাছে আর্জি জানান।
দিল্লিতে বিজেপির তরফে সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রথম প্রার্থীপদের ঘোষণা হয়। ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশিত হচ্ছে। পশ্চিমবঙ্গের ২০ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশের ২৪, উত্তর প্রদেশের ৫১, গুজরাটের ১৫ টি আসন সহ বিভিন্ন প্রদেশের তালিকা প্রকাশ্যে আনা হয়। প্রধানমন্ত্রী মোদী বারাণসী থেকে ভোট লড়তে চলেছেন। প্রথম দফার প্রার্থী তালিকায় থাকছেন, ৩৪ জন কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রী, যার মধ্যে ২ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ২৮ জন মহিলা। তলিকায় ৪৭ জন এমন নেতারা রয়েছেন যাঁদের বয়স ৫০ এর মধ্যে ওবিসি থেকে ৫৭ জন প্রার্থী রয়েছেন।
বারাণসী- নরেন্দ্র মোদী
গান্ধীনগর- অমিত শাহ
লখনউ- রাজনাথ সিং
আমেঠি- স্মৃতি ইরানি
সেকেন্দ্রাবাদ- জি কিষেণ রেড্ডি
তিরুঅনন্তপুরম- রাজীব চন্দ্রশেখর
পোরবন্দর- মানসুখ মাণ্ডব্য
গুণা- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
যোধপুর- গজেন্দ্র সিং শেখাওয়াত
ত্রিপুরা ওয়েস্ট- বিপ্লব দেব
বিদিশা- শিবরাজ সিং চৌহান
কোটা- ওম বিড়লা
এছাড়াও ১৯৫ জন প্রার্থীর তালিকায় বিভিন্ন রাজ্য থেকে কারা কোন আসনে লড়ছেন দেখে নিন:-
অরুণাচল পূর্ব- তাপির গাও
শিলচর- পরিমল বৈদ্য
পূর্ব দিল্লি- মনোজ তিওয়ারি
নতুন দিল্লি- বাঁসুরি স্বরাজ
দক্ষিণ দিল্লি- রামবীর সিং বিধুরী
নর্থ গোয়া -শ্রীপাদ নায়েক।
আমেদাবাদ পশ্চিম- দীনেশ ভাই কোডরভাই মাকওয়ানা
দুমকা- সুনীল সোরেন
কোডারমা-অন্নপূর্ণা দেবী
রাঁচি -সঞ্জয় শেঠ
গোড্ডা- নিশীকান্ত দুবে
হাজারিবাগ-মণীশ জয়সোয়াল
কুন্নুর- সি রঘুনাথ
খাজুরাহো- বিডি শর্মা
রেওয়া-জনার্দন মিশ্র
জব্বলপুর- আশিস দুবে
সিকর- স্বামী সুমেদানন্দ সরস্বতী
চিতোরগড়- সি.পি যোশী
নিজামাবাদ-অরবিন্দ ধর্মপুরী
গৌতম বুদ্ধ নগর- ড. মহেশ শর্মা
মথুরা- হেমা মালিনী
আগ্রা- সত্যপাল সিং বাঘেল
খিরি- অজয় মিশ্র
উন্নাও- সাক্ষী মহারাজ
কন্নৌজ- সুব্রত পাঠক
বান্দা- আরকে সিং প্যাটেল
ফেতহপুর- সাধ্বী নিরঞ্জন জ্যোতি
আম্বেডকরনগর- রীতেশ পাণ্ডে
গোন্ডা- কীর্তিবদন সিঁও
গোরক্ষপুর- রবি কিষণ
কুশীনগর -বিজয়কুমার দুবে
আজমগড়- দীনেশ লাল যাদব নিরাহুয়া
সলিমপুর- রবীন্দ্র কুশওয়াহ
পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা:-
কোচবিহার -নীশীথ প্রামাণিক
আলিপুরদুয়ার- মনজ তিগ্গা
বালুরঘাট- সুকান্ত মজুমদার
মালদা উত্তর- খগেন মুর্মু
মালদা দক্ষিণ – শ্রীরূপা চৌধুরী
বহরমপুর- নির্মল কুমার সাহা
মুর্শিদাবাদ- গৌরী শঙ্কর ঘোষ
কাঁথি- সৌমেন্দু অধিকারী
রানাঘাট- জগন্নাথ সরকার
বনগাঁ- শান্তনু ঠাকুর
জয়নগর-অশোক কান্ডারি
যাদবপুর-ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়
হাওড়া- রথীন চক্রবতী
হুগলি -লকেট চট্টোপাধ্যায়
ঘাটাল- হিরণ চট্টোপাধ্যায়
বাঁকুড়া-সুভাষ সরকার
বিষ্ণুপুর- সৌমিত্র খাঁ
বোলপুর- প্রিয়া সাহা
আসানসোল- পবন সিং