‘কংগ্রেস হেরে গেলে বিদ্যুৎ সংযোগ কেটে দেব’, হুঁশিয়ারি কংগ্রেস বিধায়কের

ভোটারদের (Voter) হুমকি দেওয়ার অভিযোগ উঠল কর্ণাটকের কংগ্রেস (Karnataka congress) বিধায়ক রাজু কাগের বিরুদ্ধে। এই নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক (Controversy)শুরু হয়েছে। রাজু চিক্কোডির কর্নাটকের কাগওয়াড়ের বিধায়ক আর এদিন তিনি লোকসভা ভোটের প্রচারে জুগালাতোতে সভা করেন। ভাইরাল ভিডিওতে রাজু কাগেকে বলতে শোনা যাচ্ছে, “আপনি যদি আমাদের বিপুল ব্যবধানে না জেতান, তাহলে বিদ্যুৎ সংযোগ কেটে দেব। কোনও কথার কথা বলছি না, এটাই করব।”

এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছেন রাজু কাগে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশেও বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তার আগে মমদাপুরে নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিলাসবহুল জীবনযাপন নিয়ে কটাক্ষ করেছিলেন রাজু কাগে। তিনি বলেন, মোদি ৩ হাজার কোটি টাকার বিমানে চড়েন, ৪ লাখ টাকার স্যুট পরেন।

এর পরেই বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “কংগ্রেস বিধায়কের মন্তব্য থেকে প্রমাণ হয়ে গেল এরা মহব্বত কি দুকান নয়, এঁরা ধমকি কি ভাইজান”।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author