লোকসভা ভোটের (Loksabha election) সপ্তম ও শেষ দফার ভোটের প্রচারের সময় বিহারের পালিগঞ্জের সভায় বিপাকে পড়লেন রাহুল গান্ধী (Rahul Gnadhi) । বিহারে সোমবার ইন্ডি জোটের প্রচারে চলছিল সভা। পাটনা থেকে খানিক দূরের পালিগঞ্জে ছিল এই সভা। সেখানেই প্রচার করতে গিয়ে বিপদের মুখে পড়েন রাহুল গান্ধী। হঠাৎই সভামঞ্চ ভেঙে নিচে ঢুকে যায়।
পালিগঞ্জে ইন্ডি জোটের প্রার্থী তথা লালুপ্রসাদ যাদবের কন্যা মিসা ভারতী প্রার্থী আরজেডির তরফে। তাঁর প্রচার সভাতে যান রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন তেজস্বী যাদব। তেজস্বী ও রাহুলের উপস্থিতিতেই এই মঞ্চ ভেঙে যায়। রাহুল গান্ধী স্টেজে উঠে হাটছিলেন। আর হাঁটতে হাঁটতেই দেখা যায়, তাঁর সামনের দিকে থাকে স্টেজের অংশ ভেঙে নিচের দিকে চলে গেল। রাহুলকে সেই পরিস্থিতিতে একটু ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায়। তবে তাঁকে ধরে নেওয়া হয়। সঙ্গে ছিলেন মিসা ভারতী। পরে রাহুলকে তাঁর আসনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। রাহুল নিজেকে সামলে নিয়ে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়েন।
এই ঘটনার পর, রাহুল ও মিসা ভারতী চিন্তিত হন নি। বরং ছিল চেনা হাসি। ঘটনার সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সহায়করা ছুটে আসেন সেখানে। রাহুল গান্ধী রয়েছেন নিরাপদে সেটাও জানানো হয়। পরে রাহুল সভা থেকে ভাষণ দেন। মিসা ভারতীর হয়ে প্রচারে কোন খামতি রাখেন নি তিনি।