শিলিগুড়িতে বাড়ছে ফুলের চাষ

শিলিগুড়ি (Siliguri) শুধু নয় গোটা উত্তরবঙ্গ (North Bengal) জুড়ে অনেকাংশে বেড়েছে ফুলের (flower cultivation) চাষ। গত তিন বছর ধরে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ জুড়ে বেড়েছে ফুলের জনপ্রিয়তা। শিলিগুড়ির প্রায় দশটি জায়গা জুড়ে প্রচুর এলাকা নিয়ে চলছে ফুলের চাষ। শিলিগুড়ি এবং উত্তরবঙ্গতে এখন অনেকটাই বেড়েছে ফুলের চাষ।

বিভিন্ন পুজোতে ও বিভিন্ন অনুষ্ঠানে বেশি পরিমান ব্যবহার হচ্ছে আসল ফুল। তাই আগ্রহ বেড়েছে ফুলের ব্যবসায়ীদের।শিলিগুড়ির রেললাইনের ধারে যে ফুলের বাজারটি আছে সেটা এককথায় উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বড় ফুলের বাজার। শিলিগুড়ির বিভিন্ন এলাকাজুড়ে তো বটেই শিলিগুড়ির বাইরে থেকেও মানুষ এসে ফুল নিয়ে যান। বড় ব্যবসায়ীদের পাশাপাশি ছোট ছোট ফুলের ব্যবসায়ীরাও ভাল ব্যবসা করছেন ফুলের। শিলিগুড়িতে এখন সব ধরনের ফুলের চাষ হয়, এবং সেই ফুল চলে যায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে। ব্যবসায়ীরা জানিয়েছেন আগে শুধুমাত্র পুজোর ক্ষেত্রে ফুল লাগত। এখন সমস্ত অনুষ্ঠানে এমনকি উপহারেও দেওয়া হয় ফুল। এই ব্যবসা তাদের নতুনভাবে আলো দেখাচ্ছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author