আন্তর্জাতিক চা দিবসে বিনামূল্যে চা

আজ চা প্রেমীদের দিন। যদিও তাদের আলাদা কোন দিন লাগে না তবু আজ অবশ্যই পালন করতে হবে। আজ আন্তর্জাতিক চা দিবস (International Tea Day)। আর চা মানেই যেখানে উত্তরবঙ্গ সেখানে আজ চমক দিল উত্তরবঙ্গ চা উৎপাদক কল্যাণ সমিতি। এসারা বিশ্বে আজকের দিনটি চা প্রেমীদের দ্বারা পালিত হয়।

উত্তরবঙ্গ চা উৎপাদক কল্যাণ সমিতি আজ চারপাশের সব মানুষকে বিনামূল্যে চা পরিবেশন করছে। এর জন্য হাশমি চক-সহ বেশ কয়েকটি জায়গায় শিবির বসানো হয়েছে। উত্তরবঙ্গ চা উৎপাদক কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি সতীশ মিত্রুকা এই মর্মে বলেন, ‘চায়ের প্রতি মানুষের জনপ্রিয়তা এমনিতেই অনেক বেশি, এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা গত ৫ বছর ধরে বিনামূল্যে চা বিতরণ শিবিরের আয়োজন করছি। আজ আন্তর্জাতিক চা দিবসে হাশমি চক এবং অন্যান্য জায়গায় শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে আমরা চা বিতরণ করছি। এটি খুব গরম হয়ে উঠছে, এজন্য আমরা মানুষকে আইস টি’ও দিচ্ছি।’

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author