লোকসভা নির্বাচনের আগে কী ঘোষণা গৌতম গম্ভীর

এই বছর নিজের পুরনো দল কেকেআর-এ (KKR) ফিরে যাচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গত কয়েক মরশুম লখনউ সুপারজায়ান্টের মেন্টর হিসেবে ছিলেন তিনি। তবে এই বছর তিনি কেকেআর-এর মেন্টর হতে চলেছেন। এই বছরই রয়েছে লোকসভা নির্বাচন। গৌতম গম্ভীর প্রার্থী হলে তাঁকে প্রচারে ব্যস্ত থাকতে হবে। সেই আবহে কেকেআর-এর মেন্টর হিসেবে নিজের দায়িত্বভার বহন করতে পারবেন কিনা তিনি এই প্রশ্নই ঘুরছিল সমর্থকদের মনে। তবে এবার লোকসভা আসনে প্রার্থী না হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করেন তিনি।

গৌতম পোস্টে লেখেন, ‘আমি দলের মাননীয় সভাপতি জেপি নড্ডাকে অনুরোধ করেছি যাতে আমাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়। ক্রিকেট বিষয়ক আমার কমিটমেন্ট যাতে আমি রক্ষা করতে পারি এবং সেগুলির ওপরে যাতে আমি ফোকাস করতে পারি, তার জন্যেই এই অনুরোধ। আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। জয় হিন্দ!’

উল্লেখ্য, ২০১৯ সালে গৌতম গম্ভীরকে পূর্ব দিল্লি আসন থেকে টিকিট দেয় বিজেপি। গতবার এই আসন থেকে প্রায় ৪ লাখের ব্যবধানে জয়ী হয়েছিলেন গৌতম গম্ভীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের অরবিন্দর সিং লাভলি। গৌতম পেয়েছিলেন ৫৫ শতাংশ ভোট। আর আম আদমি পার্টির প্রার্থী অতিশি মরলেনা মাত্র ১৭ শতাংশ ভোট পেয়েছিলেন। চলতি বছরে এই আসন থেকে আম আদমি পার্টির প্রার্থী হবেন কুলদীপ কুমার।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author