নয়ডার রাস্তায় মহিলাদের চুলোচুলি, ভাইরাল হল ভিডিয়ো

হঠাৎ দেখলে ধরতে পারবেন না এটা নয়ডার রোড (Noida road) না কুস্তির আখড়া। একে অপরকে ধরে চলছে মারপিঠ, চুলোচুলি। প্রকাশ্য রাস্তায় চার মেয়ের কাণ্ড দেখে রীতিমত হতবাক সকলেই। রীতিমত ভাইরাল হয়েছে ভিডিয়ো। সেক্টর-৯৩-এ অবস্থিত বায়োডাইভারসিটি পার্কের কাছে মেয়েদের দু’টি দল মারামারি করছিল। চলছিল মারামারি, চুল ধরে টানাটানি। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। চারপাশের কিছু মানুষ হস্তক্ষেপ করতে এসেও লাভ হয়নি, লড়াই থামে নি। খবর পেয়ে ফেজ-২ কোতোয়ালি থানার পুলিশও পৌঁছে গিয়েছিল।

নয়ডা পুলিশ সূত্রে খবর, ঘটনাটা ২৭ এপ্রিলের। বিকেলে চার মেয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল। সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে পুলিশ ভিডিয়োটি পরীক্ষা করে মেয়েদের খুঁজে সংশ্লিষ্ট থানায় ডেকে পাঠায়। পুলিশ মেয়েদের কাছে ঝগড়ার কারণ জানতে চায়। জানা জয়, প্রত্যেকের বয়স ছিল ১৮ বছরের নীচে। পুলিশের বোঝানোর পর মেয়েরা নিজেদের দোষ স্বীকার করে নেয়। সকলকেই সতর্ক করা হয়েছে। এরপর পুলিশ ওই চার কিশোরীর বাবা-মাকে ডেকে পাঠিয়ে নিরাপদে তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, থানার ভারপ্রাপ্ত এক কর্মকর্তা এই বিষয়ে জানিয়েছেন, রিল নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে দুটি মেয়ের মধ্যে সমস্যা শুরু হয়। দুটি গ্রূপের মেয়েরা নিজেদের বোনদের নিয়ে এসেছিল এবং তারা সকলেই নবম ও দশম শ্রেণfর ছাত্রী। ইনস্টাগ্রাম রিলে মন্তব্য নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সমস্যা চলছিল।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author