গ্লোবাল অ্যালায়েন্স অফ ন্যাশানাল হিউমান রাইটস ইনস্টিটিউশন ভারতের জাতীয় মানবাধিকার কমিশনকে স্বীকৃতিতে প্রত্যাখ্যান

লোকসভা ভোটের (Loksabha election) মাঝেই গ্লোবাল অ্যালায়েন্স অফ ন্যাশানাল হিউমান রাইটস ইনস্টিটিউশন (‌জিএএনএইচআরআই)‌ ভারতের জাতীয় মানবাধিকার কমিশনকে স্বীকৃতি দিতে প্রত্যাখ্যান করল। এই নিয়ে দ্বিতীয় বছরও স্বীকৃতি দিল না গ্লোবাল অ্যালায়েন্স অফ ন্যাশানাল হিউমান রাইটস ইনস্টিটিউশন (‌জিএএনএইচআরআই)‌। এর ফলে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কতটা নিরপেক্ষ সেটা নিয়ে প্রশ্ন উঠবে সেটাই স্বাভাবিক। এই গোটা বিষয়টি প্রকাশ্যে নিয়ে আনলেন কংগ্রেসের তিরুঅনন্তপুরমের প্রার্থী শশী থারুর।

নিজের এক্স হ্যান্ডেলে শশী থারুর লেখেন, ‘‌ভারতীয় হিসাবে আমার লজ্জা করছে এটা পড়তে যে, গ্লোবাল অ্যালায়েন্স অফ ন্যাশানাল হিউমান রাইটস ইনস্টিটিউশন (‌জিএএনএইচআরআই)‌ ভারতের জাতীয় মানবাধিকার কমিশনকে স্বীকৃতি দিতে প্রত্যাখ্যান করল। দ্বিতীয় বছরও একই ঘটনা ঘটল। এনএইচআরসি ব্যর্থ হয়েছে প্রমাণ করতে যে, সরকারের অঙ্গুলিহেলন ছাড়া এটা চলে। দুঃখের হলেও এটা সত্য শুধু এনএইচআরসি নয়, দেশের সব স্বশাসিত সংস্থার নিরপেক্ষতাই খর্ব হয়েছে মোদী সরকারের জমানায়। একমাত্র আমাদের নতুন ভারত সরকার বিশ্বের দরবারে ভারতের হৃতগৌরব পুনরুদ্ধার করতে পারে।’‌

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author