রাত পোহালে জামাইষষ্ঠী (Jamai sasthi), তাই ফলের সাথে সাথে পাখার দামও বেড়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। সারা বছর শুধুমাত্র এই সময় এই পাখার দাম বাড়ে সর্বত্র। তাই বাড়লেও কিনছেন মানুষই। যেই দাম হোক বাড়ির কথা মনে করেই বিক্রি হচ্ছে হাতপাখা।
জানা গিয়েছে, শিলিগুড়িতে বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে হাতপাখা। সাধারনত দশকর্মা ভান্ডারেই বিক্রি হয় হাতপাখা তবে এবারে অন্য জায়গাতেও বিক্রি হচ্ছে। একটু ভালো হাতপাখা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা। তবে এবারে দাম বাড়লেও হাতপাখা কিনতে ভীড় করছেন বহু মানুষ। ,রীতি অনুসারে ষষ্ঠী দেবতাকে প্রচণ্ড জাগ্রত মনে করেন ভক্তরা। তাই নিয়ম করে এই দিনটিকে যাতে ভালোভাবে পালন করা যায় সেদিকেই নজর সকলের। ষষ্ঠী পূজো করলে মনের সব ইচ্ছে পূরন হয় এই বিশ্বাস প্রচলিত আছে। তাই দাম বেশী হলেও হাতপাখা কিনছেন মানুষ। পাখার হাওয়াতেই জীবনে সুফল মেলে, এই বিশ্বাস আছে সাধারন মানুষের।