রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) গ্রেফতার করে এবং তারপর তাকে বসিরহাট আদালতে (Basirhat Court) তোলা হয়। সন্দেশখালির শেখ শাহজাহান বসিরহাট আদালতে তর্জনী তুলেছিলেন। তদন্তের জন্য তাঁকে নিয়ে আসা হয় সিআইডি’র সদর দফতর ভবানী ভবনে। সেখানে চলছে জেরা। এই অবস্থায় হঠাৎ করেই বসিরহাট থানার আইসি বদল হয়ে গেল। সিআইডির ইনস্পেক্টর হিসাবে পাঠানো হয়েছে তাঁকে। এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ।
বসিরহাট থানার আইসি ছিলেন কাজল বন্দ্যোপাধ্যায়। শাহজাহানকে বসিরহাট আদালতে পেশের সময়ে উপস্থিত ছিলেন তিনি। এবার তাঁকে বদলি করে পাঠানো হয়েছে সিআইডির ইনস্পেক্টর হিসেবে। বসিরহাট থানার নতুন আইসি হয়ে রক্তিম চট্টোপাধ্যায় এলেন। পুলিশ সূত্রে খবর, রুটিন বদলি এই রদবদল। সূত্রের খবর, সিআইডি জেরার মুখে ক্রমশ ভেঙে পড়ছেন শাহজাহান।
মনে করা হচ্ছে শাহজাহান বুঝতে পেরেছেন দল তাঁর পাশে নেই। সাসপেন্ড করা হয়েছে। তাঁর পদ নেই আর। মাথার উপরে কোনও হাত না থাকায় সিআইডির তদন্তকারীদের প্রশ্নবাণ সহ্য করছেন তিনি। তদন্তে সিআইডি ইডির ওই কর্তাকে তলব করেছে, যাঁর অভিযোগের ভিত্তিতে শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়। ইডির কাছে কী তথ্য আছে সেটাও খতিয়ে দেখা হবে।