IPL-এ দাম পেতে পারথ টেস্টই ভরসা অস্ট্রেলিয়ার? ফোকাসড থাকার বার্তা অধিনায়কের
পারথ টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন ধরে চলবে আইপিএল নিলাম। বলা ভালো টেস্টের তৃতীয় দিনের খেলা যখন শেষ হবে তখন শুরু হবে নিলাম। বিশ্বের দুই প্রান্তে দুটো ইভেন্টের দিকে নজর সকলের। আর দুই ইভেন্টের সঙ্গে যুক্ত ভারত ও অস্ট্রেলিয়া। কোন দেশের কোন প্লেয়ার বড় টাকা পাবে সেটা নির্ভর করবে এই দুটো দিনেই। মেগা নিলামের আগে প্লেয়ারদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে প্রমাণ করার, যাতে তাঁরা বেশি দাম পেতে পারেন। কিন্তু এই মেগা নিলামের দাপট প্রভাব ফেলবে না। এমনটাই দাবি করলেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স।
পারথ টেস্টের আগে সাংবাদিক বৈঠকে প্যাট কামিন্স আইপিএল নিলাম নিয়ে মুখ খোলেন। আইপিএল নিলামের আগে নিজেদের প্রমাণ করতে অজ়ি প্লেয়ারদের কাছে রয়েছে পারথ টেস্টের প্রথম তিনটে দিন। কারণ টেস্ট দলের অনেক প্লেয়ার গত টি২০ সিরিজ়ে খেলেননি। ফলে প্লেয়ারদের ফোকাস নিয়ে একটা প্রশ্ন থাকছে।
এই বিষয়ে প্যাট কামিন্স বলেন, ‘প্লেয়ারদের জন্য, আমার মনে হয় না নিলামটা সমস্যার হবে। অধিকাংশ প্লেয়ার আগও নিলামে গিয়েছেন। ওরা জানে যে ওদের আলাদা করে কিছু করা নেই। ডাক হয়ে নিলামে বড় দাম পাওয়ার আশা করা ঠিক নয়। আমরা পারথ টেস্টের প্রথম দুটো দিনে কেমন খেলব সেটা কোনও পার্থক্য তৈরি করবে না আইপিএল নিলামে। এটা প্লেয়ারদের ফোকাস নাড়াবে না।’
কামিন্স প্লেয়ারদের ফোকাস নিয়ে বললেও পারথ টেস্টের জন্য তারা কোচ ড্যানিয়েল ভেত্তোরিকে পাবে না। সানরাইজ়ার্স হায়দরাবাদের কোচ ভেত্তোরি নিলামের জন্য অস্ট্রেলিয়া দল থেকে ছুটি নিয়ে জেড্ডাতে যাবেন, সেখানে দল গঠনের কাজ করে তিনি ফের বর্ডার গাভাসকার ট্রফিতে যোগ দেবেন।
এই বিষয়টা দলের কাছে ধাক্কার নয় বলেই মনে করেন কামিন্স। সাংবাদিক বৈঠকে বলেন, ‘ভেত্তোরি পুরো প্রস্তুতিতে আমাদের সঙ্গে ছিলেন, বৈঠক, পরিকল্পনা সবকিছুতেই ছিলেন।’
শুধু ভেত্তোরি একা নন। প্রাক্তন অজ়ি ক্রিকেটার রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গারও থাকবেন না পারথ টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের কমেন্ট্রি প্যানেলে। কারণ তাঁরা আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যুক্ত। ফলে পারথ টেস্ট চললেও সকলের নজর থাকবে আইপিএল নিলামের দিকেই।