নিজের কর্তব্যে অনড় তিনি। পরিস্থিতি যাই হোক না কেন নিজের অবস্থান থেকে এক চুল নড়লেন না উচ্চপদস্থ এই অফিসার (officer)। পুলিশকর্মীদের নিজের কাজ দায়িত্ব নিয়ে পালন করার যে শপথ তারা গ্রহণ করেন সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করলেন তিনি। পুলিশ সুপার নিবেদিতা নায়ডু আট মাসের অন্তঃসত্ত্বা। নিবেদিতা মধ্যপ্রদেশের উমরিয়ার পুলিশ সুপার। ভোটের পরেও নিজের অধীনে থাকা জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিজের কাঁধেই দায়িত্ব তুলে নিয়েছেন তিনি।
২০১৬ সালের আইপিএস ব্যাচে উত্তীর্ণ হন নিবেদিতা। গত বছরের আগস্ট থেকে উমরিয়ার পুলিশ সুপারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি । গতবারের বিধানসভা থেকে এবারের লোকসভা তাঁকে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। মাতৃত্বকালীন ছুটি দিলেও যখন যেখানে প্রয়োজন সেখানেই তিনি পৌঁছে গেছেন। ভোটের আগেও নিজের কাজে বহাল থেকেছেন তিনি। নাকাতল্লাশি থেকে শুরু করে জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে নজরদারি করেছেন নিজেই। দিনে ১০ ঘন্টাই কাজের মধ্যে ছিলেন তিনি। শুধু তাই নয়, সহকর্মীদের পাশে নিয়ে দিনের পাশাপাশি রাতেও প্রয়োজন মত কাজে বেরিয়ে পড়ছেন তিনি। কোথাও কোনও খবর পেলেই ঘটনাস্থলে হাজির হচ্ছেন তিনি। মাতৃত্বকালীন ছুটিও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু নিজের কর্তব্যে অবিচল থেকেছেন তিনি। তাঁর এই কর্তব্যপরায়ণতাকে কুর্নিশ সকলের।