জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুল্লা লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ ২০ মে। শনিবার রাতে সোপিয়ান (Sopian) ও অনন্তনাগে হামলা চালালো পাক মতদপুষ্ট জঙ্গিরা। এই ঘটনার জেরে ভারতীয় জনতা পার্টির এক প্রাক্তন সরপঞ্চ নিহত হয়েছেন। শুধু তাই নয়, এক পর্যটক দম্পতি গুরুতর ভাবে জখম হয়েছেন। শনিবার জঙ্গিরা অনন্তনাগের ইয়ান্নারে জয়পুরের বাসিন্দা ফারহা ও তাঁর স্বামী তাবরেসকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। অনন্তনাগের ঘটনার কিছুক্ষনের মধ্যেই রাত সাড়ে দশটা নাগাদ সোপিয়ানের হিরপোরায় ফের একটি জঙ্গি হামলা হয়। সেই হামলায় প্রাক্তন সরপঞ্চ আইজাজ শেখকে গুলি করে খুন করা হয়। কিছুদিন আগেই আইজাজের একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘নরেন্দ্র মোদী হিন্দু ও মুসলিমদের মধ্যে ভেদাভেদ করেন না।’ একাধিক সরকারি প্রকল্পের কথা উল্লেখ করে আইজাজ দাবি করেছিলেন কাশ্মীরের যুব সমাজ মোদীর সঙ্গে আছে। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার কিছু দিনের মধ্যেই তাঁকে খুন করল জঙ্গিরা।