রেমাল মোকাবিলায় কন্ট্রোল রুমের নম্বর, জানুন বিদ্যুৎ, পুরসভা, CESC হেল্পলাইন

ক্যানিং (Canning) থেকে ২৩০ কিমি দূরে রয়েছে রেমাল (Remal) । ফের আতঙ্কে বাংলার উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। সমুদ্র উত্তাল। প্রবল জলোচ্ছাস। কলকাতাতেও এই রেমালের প্রভাব পড়তে পারে। গঙ্গার জলস্তরও বাড়ছে। রাত ১১টা থেকে রাত ১ টার মধ্য়ে আছড়ে পড়তে পারে রেমাল। গঙ্গায় ফেরি সার্ভিস ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে। কলকাতা পুলিশের যে হেল্পলাইন নম্বর করা হয়েছে তার নম্বর হল ৯৪৩২৬১০৪২৮। কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর হল ২২৮৬-১২১২, ২২৮৬-১৩১৩, ২২৮৬-১৪১৪। এই নম্বরে ফোন করতে পারেন। WBSEDCL হেল্পলাইন নম্বর হল- ৮৯০০৭৯৩৫০৩-০৪।

রাজ্য সরকারের তরফে হেল্পলাইন নম্বর করা হয়েছে। কন্ট্রোল রুম সতর্ক রয়েছে। এই কন্ট্রোল রুমের মাধ্য়মে পুলিশ, দুর্যোগ মোকাবিলা দফতর, মিউনিপ্যালিটি, এনডিআরএফ, এসডিআরএফের সঙ্গে মিলে কাজ করবে। কোস্ট গার্ড ও সিভিল ডিফেন্সের সঙ্গে যোগাযোগ রাখবে এই কন্ট্রোল রুম। সাইক্লোনের সময় কোনও রকম সহায়তার প্রয়োজন হলে, ১০৭০ বা ০৩৩ ২২১৪৩৫২৬- 1070- 033 22143526 এই নম্বরে ফোন করতে পারেন। বিদ্যুৎ বিভ্রাট হলে সিএএসসির হেল্পলাইন নম্বর হল, 8900793503- 8900793504 এই নম্বরগুলি সেভ করে রাখতে পারেন। এই নম্বরে ফোন করে প্রয়োজনীয় সহায়তা চাইতে পারেন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author