‘‌পার্থ চট্টোপাধ্যায় পাপ অপকর্ম করেছেন’‌, এসএসসি মামলায় সরব কুণাল ঘোষ

সোমবার এসএসসি (SSC) মামলায় বড় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt) । এদিন প্রচুর শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। এই রায়ের পরে সরব তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি মনে করছেন কিছু লোক পাপ করেছেন। তাঁদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু তার জন্য যাঁরা যোগ্য তাঁদের চাকরি খাওয়া ঠিক নয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও মুখ খুলেছেন এই নিয়ে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা থেকে জানান, এই রায় বেআইনি। বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতে যাওয়া হবে। যোগ্যদের চাকরি ফেরানো হবে। কলকাতা হাইকোর্ট আজ ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করেছে। তাদের মধ্যে অনেককে আবার এতদিনের পাওয়া বেতন সুদ–সহ ফেরত দিতে হবে। রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে। এর মাঝেই কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে গোটা বিষয়টির দায় তাঁর ওপর চাপিয়ে দিলেন। এদিন কুণাল ঘোষ বলেন, ‘‌একটা সময় যে বা যাঁরা অপকর্ম করেছে, চক্র তৈরি করেছে অনেক আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। দুর্ভাগ্যবশত তখন তাঁরাই ছড়ি ঘুরিয়েছে। যাঁরা বলতে যেত তাঁরা অপ্রিয় হতো। আজ এই সমস্যার উত্তর দিতে হচ্ছে গুটি কয়েক লোকের জন্য। দিনের পর দিন ঔদ্ধত্যের সঙ্গে তাঁরা যে চরম পাপ করেছেন, তার ফল আজ ভুগতে হচ্ছে।’‌

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author