তবে কি এবার গোষ্ঠীদ্বন্দ্ব? নিজের দলেরই নেতার বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। লোকসভা নির্বাচনের আগে আরও একবার দলের মধ্যে অসন্তোষ প্রকাশ্যে। উত্তর কলকাতার এক নেতার বিরুদ্ধে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ। তাঁর কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করা হল। এই পোস্টের পরই তৃণমূল কংগ্রেসের অন্দরে তুমুল অস্বস্তি শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতে এমন পোস্ট রাজ্য–রাজনীতি তোলপাড় করে তুলেছে। কুণাল ঘোষ সরাসরি কারও নাম নেননি যদিও। মার্চের দ্বিতীয় সপ্তাহে নির্ঘণ্ট প্রকাশ পাবে লোকসভা ভোটের। জাতীয় নির্বাচন কমিশন ১৪ মার্চ নির্ঘণ্ট প্রকাশ করতে পারে। তার আগে উত্তর কলকাতায় স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের অন্দরে অসন্তোষের পাহাড় জমে গিয়েছে। নাম না করলেও ইঙ্গিতটা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদের দিকেই বলে মনে করছেন রাজনৈতিক মহল।
বৃহস্পতিবার রাত সওয়া ৯টা নাগাদ এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, ‘নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক এবং দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।’ কুণাল ঘোষকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কার উদ্দেশে বলেছি সেটা এখনই বলব না। পড়েছে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে ঠিক বাজবেই। দলের লোকেরাও বুঝতে পারবে। বাকিটা ঠিক সময়ে বলব।’