‘দেব সৌজন্যের রাজনীতিতে দেবাদিদেব’ দাবি কুণালের

সকাল থেকেই চলছে দেব ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তরজা। সৌজন্য রক্ষায় দেব তুলনাহীন এই নিয়ে সন্দেহের অবকাশ নেই। এবারের লোকসভা নির্বাচনে দেব এক অভূতপূর্ব নিদর্শন। আগে কুণাল ঘোষ তাকে বলেছিলেন ‘চৈতন্যদেব’। এবার নামকরণ করে বললেন ‘দেবাদিদেব’। আজ শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন এনামুল হকের কোম্পানি থেকে গরু পাচারের টাকা ঢুকেছে দীপকের অ্যাকাউন্টে। দেব এই নিয়ে জানান, শুভেন্দু অধিকারী যে নথি পোস্ট করেছেন তা ইডি-সিবিআই-এর কাছে ছিল। একজন পোড় খাওয়া রাজনীতিক কীভাবে তা জনসমক্ষে তুলে ধরলেন? এই নিয়ে তিনি নাকি শুভেন্দুকে হোয়াটস অ্যাপ করেছিলেন।

শুভেন্দুকে মেসেজ করায় দেবকে কটাক্ষ করে কুণাল ঘোষ বললেন, “দেব সৌজন্যের রাজনীতি করেন। ওনাকে কেউ আপত্তিকর মন্তব্য করলেও দেবের নীতি হল মেরেছ কলসীর কানা তাই বলে কি প্রেম দেব না? শুনলাম শুভেন্দুকেও হোয়াটস অ্যাপ করেছেন। কারোর মনে হয়েছে শুভেন্দু অধিকারী আক্রমণ করার পরও ওনাকে হোয়াটস অ্যাপ করা যায়, ওদের মধ্যে যদি সেই সম্পর্ক থাকে করেছেন। সকলের সঙ্গে ভাল সম্পর্ক ওর। প্রেম বিলিয়ে বেড়ায়।”

এদিন হিরণকে নিয়ে দেব বলেন, “আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।” এরপর হিরণকে নিয়েও একটি ছবি পোস্ট করেছেন। এ নিয়ে কুণাল বলেছেন, “কোনও কোনও ব্যক্তি যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলকে আক্রমণ করে তাদের সঙ্গে সৌজন্য দেখাব। আর যখন ইট-কাদা আমার ঘাড়ে আসবে তখন আমি আক্রমণ করব এটা বিবেচনা করা উচিৎ।”

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author