আজ, ষষ্ঠ দফার নির্বাচনের (election) দিন মিনাখাঁর সার্কাস ময়দানে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে জনসভায় মিনাখাঁর তৃণমূল বিধায়ক উষারানি মণ্ডলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগের অভিযোগ আনলেন খোদ মুখ্যমন্ত্রী। ছাড় পেলেন না তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলও। মিনাখাঁর বিধায়ক উষারানির প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মঞ্চ থেকে বলেন, ‘‘তৃণমূলের এমএলএ থাকবেন কিন্তু মিটিংয়ে আসবেন না! বিজেপির সঙ্গে আঁতাত করে দলটাকে বেচে দিতে চাইবেন, এমন মানুষের সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না। অন্য দল নিয়ে যেমন বলি তেমন নিজের দলকেও রেয়াত করি না। দল আসল, ব্যক্তি নয়। দল কোনও অন্যায়কে প্রশ্রয় দেয় না, দেবেও না। যতক্ষণ ক্ষমা চেয়ে পায়ে না ধরবে, ততক্ষণ উষারানি মণ্ডলের সঙ্গে আমার বা দলের কোনও সম্পর্ক নেই।”
আজ, শনিবার ভোটের শুরুতেই মহিষাদলে তৃণমূলের এক কর্মী খুন হয়। সেই প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মহিষাদলে আমার এক কর্মীকে বিজেপি খুন করেছে। এর রাজনৈতিক বদলা আমি নেবই।”