৩১ মার্চ মহুয়া মৈত্রর কেন্দ্রে জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী

লোকসভা নির্বাচনের (Loksabha election) দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে আর সব পক্ষেরই নজর থাকছে হাইভোল্টেজ কেন্দ্রগুলিতে। বিজেপি এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি। এদিকে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে শাসক দল। রাজ্যর সঙ্গে জেলাতেও শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির প্রচার। কৃষ্ণনগর প্রথম থেকেই বেশ গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র। একদিকে রাজমাতা যাকে নিয়ে আবেগ ভরপুর। অন্যদিকে মহুয়া মৈত্র। যেটা তাঁর গড় বলা যায়।

স্বাভাবিকভাবেই তৃণমূল নেতা-কর্মীরা দলের সুপ্রিমো প্রচার নিয়ে আপ্লুত। আগামী ৩১ মার্চ মহুয়া মৈত্রর কৃষ্ণনগর দক্ষিণ লোকসভা কেন্দ্র প্রচার সভায় যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভায় বক্তব্য পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুস্থ হওয়ার পর এটাই তার প্রথম জনসভা হতে চলেছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author