লোকসভা ভোটের (Loksabha election) প্রচারে বেরিয়েছিলেন কিন্তু দেশজুড়ে প্রচন্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি (Nitin Gadhkari)। এদিন বিকেলে মহারাষ্ট্রের ইয়াবৎমল এলাকায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় সংজ্ঞা হারান কেন্দ্রীয় মন্ত্রী। সঙ্গে সঙ্গে অন্যান্য নেতারা তাঁর সুশ্রুষার ব্যবস্থা করেন। যদিও এদিন তিনি আবার মঞ্চে উঠে বক্তব্য রাখেন। পরে নীতিন গড়করি নিজে জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। এক্স হ্যান্ডেলে নীতিন গডকরি জানিয়েছেন, ‘ইয়াবৎমলের ফুসাদে জনসভা চলাকালীন গরমের কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ রয়েছি।’
নীতিন গডকরির জনসভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত শারীরিক সুস্থতা কামনা করেছেন। এই গরমের মধ্যে বাংলায় যে সাত দফায় ভোট রয়েছে সে কথাও মনে করান তিনি। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে নির্বাচনী প্রচার সত্যিই অসহনীয়। আজ সবে ২৪ এপ্রিল। ভাবতে পারছেন, আমাদের এখানে সাত দফায় ভোট চলবে ১ জুন পর্যন্ত?’