প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। রাখঢাক না রেখেই আজ সরাসরি গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন প্রাক্তন বিচারপতি। এবার অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে নাম না করে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjeee)। বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে তৃণমূলের বিশাল মিছিল ছিল। সেই মিছিলে নেতৃত্ব দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর সেই মিছিল শেষের সভা থেকে মমতা অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে নিশানা করেন।
এদিন মমতা বলেন, ‘আজ রবি ঠাকুরের কথা দিয়েই বলি, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে যোগ দিচ্ছেন। এঁদের দিকে তাকিয়ে আদৌ মানুষ কি বিচার পাবেন? জুডিসিয়ারির ক্ষেত্রে আমি জাজের বিরুদ্ধে বলতে পারি না।কিন্তু আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি। আমিও আইনজীবী ছিলাম। এখন নই। আগে ছিলাম। আইনের কোনটা ঠিক, কোনটা বেঠিক সেটা আমরাও জানি।’
সরাসরি যদিও অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নাম মুখে নেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এরা সব কেউকেটা, তবে আমি খুশি তাদের মুখোশটা খুলে পড়েছে। হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি নিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। টিভিতে ইন্টারভিউ করছে, অভিষেকের নাম করে খারাপ কথা বলছে। আপনি এখন কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় জনগণ দেবে। আপনি হাজার হাজার মানুষের চাকরি খেয়েছেন, কাল থেকে আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন স্টুডেন্টদেরই নিয়ে যাব। কারণ যাদের চাকরি আপনি নিয়েছেন তারাই লড়াই করবে এবার। বলতে পারতেন ওই প্যানেলটা ক্যানসেল করুন। কোনও সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম। এখনও পাঁচ লক্ষ চাকরি রেডি আছে। আর এই চাকরি যে বিজেপি-সিপিএম-কংগ্রেস দিতে দিচ্ছে না।’