এক লক্ষ টাকা দামের আম? শুনেই শিউরে উঠলেন নাকি? শিলিগুড়ির সিটি সেন্টারে (Siliguri city centre) বিক্রি হচ্ছে এক লক্ষ টাকা দামের আম (Mango) । এই আম আজকে কিনে নিয়ে গেলেন ৫ জন। এই মেলার (mango festival) শ্রষ্টা রাজ বাসু এই মর্মে জানালেন, ‘আমার অনেক দিনের চেষ্টা এবং ইচ্ছা ছিল এই ধরনের মেলা করার। যেখানে বাঙালির সবথেকে প্রিয় ফল কিনতে মানুষ আসেন। শুধু কেনাই নয় আমের বিভিন্ন ধরনের উপাদান এই মেলাতে প্রচণ্ডভাবে জনপ্রিয়তা অর্জন করেছে।এটাও আমাদের কাছে অনেক বড় পাওনা।’
তিনি আরো জানালেন আগামী বছরে আরো বড় করে আমের ফেষ্টিভ্যাল করার ইচ্ছে আছে। শুধুমাত্র এই রাজ্য থেকেই নয় অন্য রাজ্য এমনকি বিদেশ থেকেও মানুষ এই উৎসবে যাতে যোগদান করতে পারেন সেই অনুযায়ী পরিকল্পনা করতে চান তিনি। সাধারণত ভারতের মানুষ আম কিনতে এবং আম খেতে পছন্দ করেন। আর এই লক্ষ টাকা দামের আমের চাহিদাও গত কয়েক বছরে বেড়েছে অনেকটাই। তাই নিজের উদ্যোগেই তিনি প্রতি বছরই এই আমের মেলা করতে উৎসাহী।