ঢাকার (Dhaka) একটি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৩ জনের প্রাণ গেল। সূত্রের খবর, একটি কমার্শিয়াল কমপ্লেক্স এর মধ্যে বহুতলে আগুন লাগে। ভবনের দ্বিতলে একটি রেস্তোরাঁ থেকে এই আগুনের সূত্রপাত বলেই জানা গিয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কী ভাবে আগুন লাগল সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় দমকল বিভাগের আধিকারিক মহম্মদ মইনুদ্দিন জানান, শুরুতে নীচের দু’টি তলায় আগুন লাগে। ক্রমে আগুন ছড়িয়ে পড়ে। অনেকেই আটকে পড়েন ভেতরে। জানা গিয়েছে, যে ভবনটিতে এই অগ্নিকাণ্ড ঘটে সেটি ঢাকার বেইলি রোডে। জানা যায়, স্থানীয় সময়, রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। গভীর রাতে কিছুক্ষণের জন্য উদ্ধারকাজ বন্ধ থাকে। আজ সকালে ফের উদ্ধারকাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ শপিং মলের দু’তলায় অবস্থিত এক রেস্তোরাঁয় প্রথম আগুন লাগে। শপিং মলে একাধিক জামাকাপড়ের দোকান ছিল। সেখানে আরও রেস্তোরাঁ ছিল। সেগুলিতে আগুন লেগে যায়। রেস্তোরাঁর রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আগুন। বহু মানুষজন আটকে পড়েন সেখানে। দমকলকে খবর দেওয়া হলে দ্রুত অগ্নিনির্বাপক কর্মীরা পৌঁছয় সেখানে। ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন পাঠানো হয়। সূত্রের খবর, ৭৫ জনকে শপিং মল থেকে উদ্ধার করেন দমকল কর্মীরা। ৪৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাকি প্রায় ৩০ জনের মতো অগ্নিদগ্ধ রোগীর চিকিৎসা চলছে।