আগ্রাগামী তাজ এক্সপ্রেসে (Taj Express) হঠাৎ করেই আজ সোমবার দুপুরে ভয়াবহ আগুন (fire) লাগার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সূত্রের খবর, তাজ এক্সপ্রেসের চারটি বগিতে আগুন লেগেছে। দিল্লির সরিতা বিহারের কাছে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। আপাতত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনার খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তবে কীভাবে এই আগুন লাগল সেটা যদিও এখন জানা যায়নি।
ঘটনার আকস্বিকতায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত যাত্রীরা তবে নর্দান রেলের তরফে জানানো হয়েছে, কোনও যাত্রী এই ঘটনায় আহত হননি। এই অবস্থায় রেলের ডিসিপি কেপিএস মালহোত্রা জানিয়েছেন, ট্রেনের ক্ষতি হলেও সমস্ত যাত্রী নিরাপদ। জানা গিয়েছে, তাজ এক্সপ্রেসে হঠাৎই আগুন দেখতে পাওয়া যায়। তুঘলকাবাদ ও ওখলা স্টেশনের মধ্যে দিল্লির সরিতা বিহারের সামনে এসে এই ঘটনা প্রকাশ্যে আসে। উত্তর রেলওয়ের সিপিআরও এই বিষয়ে জানিয়েছেন, ট্রেন থেকে নিরাপদে সমস্ত যাত্রীকে নামিয়ে আনা সম্ভব হয়েছে।