বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগালেন শিলিগুড়ির মেয়র, এক্সে মুখ্যমন্ত্রীর বার্তা

আজ বিশ্ব পরিবেশ দিবস (World environment day)। এই উপলক্ষে মেয়র গৌতম দেব (Goutam Deb) বৃক্ষ রোপন করলেন শিলিগুড়ির (Siliguri) বিভিন্ন এলাকায়। সকালেই তিনি চারা গাছ রোপন করলেন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকার মধ্যে। মেয়র এর সাথে এদিন ছিলেন সিক্তা বসু রায় এবং শিলিগুড়ি পুরনিগম এর অন্যান্য কাউন্সিলর এবং কর্মীরা।

এদিন মেয়র জানালেন, ‘আজকের দিনটি সবার পালন করা উচিত। পরিবেশ যদি সঠিক না থাকে তবে বিশ্ব পিছিয়ে পড়বে। পরিবেশ ঠিক রাখতে সবথেকে বেশি দরকার গাছের। আমরা গাছ কেটে ফেলছি নিজেদের আধুনিক করতে গিয়ে, এটা একেবারেই সঠিক নয়, তাই পরিবেশকে ঠিক রাখতে আমাদের সবাইকে গাছ লাগাতে।’

এদিন নিজের কবিতার মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, সবুজের সমারোহে ভরে উঠুক ধরিত্রী, সবুজই আমাদের প্রেরণা, সবুজই আমাদের রক্ষক। আমাদের লক্ষ্য সবুজ পৃথিবী, সুন্দর পৃথিবী। তাই আমরা বলি –

সবুজ বাঁচাও, সবুজ দেখাও,
সবুজের মাঝে বিবেক জাগাও
সবুজ ধ্বংস করো না
সৃষ্টিকে উপড়ে দিও না
ওরাও তো বাঁচতে চায়
ওরাও তো হাসতে চায়
ওদের মুখে হাসি ফোটাও
নূতন যুগের আহ্বানে
নব প্রজন্মের প্রাণের টানে
নূতন চলেছে নূতনের সন্ধানে
মুক্তি চলেছে শান্তির বন্ধনে
সবুজ চলেছে যুগের আহ্বানে
সবুজের রঙে লাল কখনো হয়না
বসন্তের সৌরভ সবুজের বড় পাওনা –
ওরাও তো খেলতে চায়
ওরাও তো আলো দেখায়
তাই ওদের বুকে এসো সোনা ঝরাও
সবুজ বাঁচাও, সবুজ দেখাও।

সকলকে জানাই বিশ্ব পরিবেশ দিবসের আন্তরিক শুভেচ্ছা।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author