জেলে বসে চালানো যাবে না সরকার, দিল্লি সরকার কি তবে এবার সঙ্কটে?

৯ বার সমন এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বৃহস্পতিবার রাতে নিজের বাসভবন থেকেই গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। কেজরীবালের গ্রেফতারির খবর শুনে বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেছে আপ নেতা-কর্মী-সমর্থকেরা। উত্তর দিল্লির ডিসিপি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে।

প্রসঙ্গত, অরবিন্দ কেজরীবাল গ্রেফতার হওয়ার পর ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। আপ নেতৃত্ব রাতে দলীয় সমর্থকদের নিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কেজরীবালের বাড়ির সামনে ও ইডি অফিসের সামনে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরীবাল। তবে এখনও পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেননি। জেলে বসেই কেজরীবাল সরকার চালাবেন বলে আপ নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে। জেল ম্যানুয়াল অনুযায়ী এমএইচএ তিহার জেল থেকে সরকার চালানোর অনুমতি দেবে না। তবে কি দিল্লির সরকার এবার গভীর সঙ্কটে?

ইডি সূত্রে খবর শুক্রবার সকালে কেজরীবালকে রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে বলে। তবে রাতেই বিশেষ শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের বাড়িতে যেতে চলেছে আপ নেতৃত্ব। আপ নেতৃত্বকে কেজরীবালের বাড়িতে আপাতত ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ। বিক্ষোভকারীদেরও আটক করা হচ্ছে। কেজরীবালের বাড়ির উপরে ড্রোন উড়িয়ে আকাশপথেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author