প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মিঠুন

রাত পোহালেই লোকসভা নির্বাচন (Loksabha election)। জোরকদমে চলছে প্রচার। এদিকে তাপপ্রবাহে পুড়ছে গোটা রাজ্য। আলিপুরদুয়ারে হুডখোলা গাড়িতে প্রচার করছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং মনোজ টিগ্গা। প্রচার চলাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী। অসুস্থ হন প্রার্থী মনোজ টিগ্গাও। অর্ধেক রাস্তা যাওয়ার পরেই তাদের শরীর খারাপ হতে শুরু করে। গাড়ি থেকে মিঠুন নেমে পড়েন। মনোজও গাড়ি থেকে নেমে পড়েন। কিছুটা হেঁটে প্রচার করার পরে অসুস্থ হয়ে পড়েন মনোজ টিগ্গা। গরমের মধ্যেই চলছিল নির্বাচনী প্রচার। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ।

আজ সোমবার দুপুরে আলিপুরদুয়ারে প্রচার করতে নামেন বিজেপি নেতারা। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে আলিপুরদুয়ার ডিআরএম চৌপথি থেকে আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত একটি রোড–শো করার কথা ছিল। বক্সা ফিডার রোডের এই ব়্যালিতে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। মনোজ টিগ্গাও উপস্থিত ছিলেন। হুডখোলা গাড়িতে তাঁরা প্রচার করছিলেন। কিন্তু মাধব মোড়ের কাছে আসতে মিঠুন হঠাৎই গাড়ি থেকে নেমে পড়েন। তারপর ব়্যালি ছেড়ে চলে যান। মনোজ টিগ্গাও গাড়ি থেকে নেমে পড়েন। বাকি রাস্তা হেঁটে প্রচার করেন। হেঁটে প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মনোজ টিগ্গা।

বিজেপি সূত্রে খবর, প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েছেন মিঠুন চক্রবর্তী। হোটেলে না ফিরে তিনি ফালাকাটায় গিয়েছেন। সেখানেও ব়্যালি আছে। সুস্থবোধ করলে তবেই ব়্যালিতে তিনি যোগ দেবেন। মিঠুন চক্রবর্তীকে দেখতে ভিড় উপচে পড়েছিল। বিজেপি কর্মীরাও উপস্থিত ছিলেন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author