মুকুটমণি অধিকারী এবার তৃণমূল কংগ্রেসে

মুকুটমণি অধিকারী এবার তৃণমূল কংগ্রেসে (Trinamool congress) নারী দিবসের আগে রাজপথে আজ তৃণমূলের বিশাল মিছিল। বৃহস্পতিবারের এই মিছিলে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুমণি অধিকারীকে দেখা গেল। তাপস রায়ের হাত ধরে তৃণমূলে ভাঙন ধরিয়েছিল বিজেপি। ২৪ ঘণ্টার মধ্যে সেই বিজেপিতে এবার বড় ভাঙন। এই মিছিল থেকে তৃণমূলে যোগদান করলেন মুকুটমণি। মিছিলে এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটছিলেন। লোকসভা ভোটের আগে এমন একজনের তৃণমূলে যোগদান রীতিমত তাৎপর্যপূর্ণ। মুকুটমণির কেন্দ্র মতুয়াদের বড় গড়। রাজনৈতিক মহলের দাবি আগামী ভোটের আগে কিছুটা হলেও চাপ বাড়বে বিরোধী শিবিরে।

লোকসভা ভোটের নামেই দলবদলের হিড়িক লেগে গিয়েছে। কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে বিজেপি যান আইনজীবী কৌস্তভ বাগচী। এর পরপরই দল ছাড়েন তৃণমূলের বরানগরের জনপ্রতিনিধি তাপস রায়। সোমবার দলত্যাগের পর বুধবার তিনি যোগ দেন বিজেপিতে। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে বিজেপির পছন্দের তালিকায় ছিলেন মুকুটমণি অধিকারী। তবে রাজ্য সরকারি হাসপাতালের কাজ তিনি ছেড়ে আসেন নি তাই জগন্নাথ সরকারের ভাগ্যে শিঁকে ছেড়ে। তিনি জিতলেও কাজ নিয়ে প্রশ্ন থেকেই যায়। এবার আবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার। তাতেই মুকুটমণির বিরূপ মনভাব তৈরী হয়। এদিকে তৃণমূল কংগ্রেস থেকে তাপস রায়কে বিজেপি হাত করেছে। পাল্টা মুকুটমণি অধিকারীকে আজ, বৃহস্পতিবার দলে যোগ করল তৃণমূল কংগ্রেস। বিধায়ক সংখ্যা ঠিক থাকল তৃণমূল কংগ্রেসে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author