ট্রয় ট্রেনের জন্য রেলের নতুন নির্দেশিকা

ট্রয় ট্রেনের (Toytrain) জন্য নতুন নির্দেশিকা তৈরী করল রেল (Railways)। আজ থেকে ট্রয় ট্রেন ছাড়বে সকাল সাড়ে নটার সময়। ট্রয় ট্রেনকে আরো জনপ্রিয় করে তুলতে নানান উদ্যোগ নিচ্ছে রেল। ট্রয় ট্রেনকে ইতিমধ্যেই নতুনভাবে সাজানো হয়েছে। ট্রেনের মধ্যে লাগানো হয়েছে টিভি,দেওয়া হচ্ছে চা এবং কফি।

পর্যটকদের জন্য সবকিছু করতে রেল সবরকম দায়িত্ব নিয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রয় ট্রেনের টিকিট যাত্রীদের কাছে আরো সহজে পৌছে দেওয়ার চেষ্টা করছে রেল। সবমিলিয়ে আরো দু এক মাসের মধ্যে ট্রয় ট্রেনকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাইছে রেল। সামনেই পূজো আর সমস্ত পর্যটকদর আকর্ষন থাকবে এই ট্রয় ট্রেনের উপরে। তাই এই সময়ে উত্তরবঙ্গের পর্যটন দপ্তরের আধিকারিকেরা যতটা সম্ভব কাজ এগিয়ে নেওয়ার চেষ্টায় আছেন। তারা জানিয়েছেন পূজোতে নতুনভাবে তৈরী হবে ট্রয় ট্রেন, সাজবে ষ্টেশনগুলিও। তাই জোরকদমে কাজ চলছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author