NIA রেখেছিল ১০ লক্ষের পুরস্কার! ক্যালিফোর্নিয়ায় ধরা পড়ল লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল

এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণনই আমেরিকায় পুলিশের হাতে ধরা পড়েছে। ক্যালিফোর্নিয়া পুলিশ তাকে আটক করেছে। এমতাবস্থায়, ভারতীয় তদন্তকারী সংস্থা ক্যালিফোর্নিয়া পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। জানিয়ে রাখি যে, NIA আনমোল বিষ্ণোইয়ের ওপর ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল। বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় লরেন্স ও আনমোল দু’জনকেই ওয়ান্টেড ঘোষণা করেছে মুম্বাই পুলিশ। এই ঘটনায় পুলিশ চার্জশিটও দিয়েছে। যেখানে অভিযুক্ত রয়েছে লরেন্স ও আনমোল।
এদিকে, সালমানের বাড়িতে গুলি চালানোর পাশাপাশি এনসিপি নেতা বাবা সিদ্দিকী হত্যা মামলায় আনমোলের জড়িত থাকার কথাও প্রকাশ্যে আসে। আবেদনটি মহারাষ্ট্র পুলিশ MCOCA (মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট)-এর অধীনে জমা দিয়েছে। যেখানে পুলিশ বলেছিল, বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে আনমোলের যুক্ত থাকার বিষয়টিতে তদন্তের প্রয়োজন রয়েছে।
সিদ্দিকী হত্যা মামলায় একটি অডিও পেয়েছে পুলিশ। যেখানে অভিযুক্ত ও আনমোল বিষ্ণোইয়ের মধ্যে কথোপকথন হয়েছে বলে দাবি করা হয়েছে। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, এই অডিওর সত্যতা খুঁজে বের করে সিদ্দিকী হত্যা মামলায় আনমোলের যুক্ত থাকার বিষয়টি প্রমাণ করা হবে। এদিকে, পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত আনমোল বিষ্ণোই এবং শুটার ভিকি গুপ্তার মধ্যে কলের অডিও ক্লিপ দেওয়ার নির্দেশও দিয়েছিল।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author